প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাক বাজিয়ে মাকে বরণ করে সিঁদুর পরিয়ে শ্যামা মাকে বিদায় জানালো গাজোল থানার মহিলা আবাসন সমিতির সদস্যরা।
কালী পূজা উপলক্ষে কয়েক দিন ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করেছিল গাজোল থানার মহিলা আবাসন সমিতি। পুজো শেষ। এবার মাকে বিদায় জানানোর পালা। তাইতো বিসর্জনকে কেন্দ্র করে শুরু হয়ে যায় সিঁদুর খেলা। এরপর সকলে মিলে থানার পাশেই কালিদিঘী পুকুরে মায়ের প্রতিমা বিসর্জন করা হয়। এদিন গাজোল থানার আইসি সহ থানার অন্যান্য আধিকারিকরা ও সিভিক ভাই-বোনেরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি সিভিক বোনেরা এই দিন মাকে পান দিয়ে বরণ করে মিষ্টিমুখ করে সিঁদুর পরিয়ে বিদায় জানান।